Pages

Tuesday, January 24, 2012

একটি ছেলে এবং কয়েকটি প্রেম

একটি ছেলের কয়েকটি প্রেম
আমাদের এক বন্ধু ,নামটা তার সাহাজাদা।তাহার প্রেমের ইতিহাস নিয়া আমার এই রচনা।প্রেম একবার এসেছিল জীবনে।এই কথাটিকে মিথ্যে প্রমাণ করল আমার এই বন্ধুটি।প্রথম মোবাইল ব্যাবহার করার সময় সে তাহার অন্তরঙ্গ বন্ধু  হতে একটা নাম্বার নিয়া ফোন করল।মেয়ে থাকে ঢাকায় মিরপুরে।অনেক আহুত অনাহুত ঘটনার পরে প্রেম প্রস্তাব পেল।এভাবে কেটে গেল অনেক সময়।পরে জানা গেল ঐ মেয়ের ভাই ঐ এলাকার ক্যাডার।এক বন্ধুকে পাঠাল ঐ মেয়ের সাথে দেখা করতে।ঐ বন্ধু মারফত জানতে পারল যে, মেয়েটা দেখতে ভাল না।তখন ই ওর প্রেম গেল উড়ে।অনেক চিন্তা ভাবনার পরে ঐ প্রেম বাদ পরে এক বন্ধুর বোনের সঙ্গে চলে লুকিএ প্রেম।বন্ধু কে খুজার ভান করে ঐ বন্ধুর বোনের সাথে চলে ঘণ্টার পর ঘণ্টা প্রেমআলাপ।তার বন্ধুটি বিদেশ গেল চলে বন্ধুর পরিবারের খোজ খবর নেয়ার কথা বলে প্রায়ই ঐ বাসায় যেত একই সাথে দেখা ও করে আসত।অবশেষে নিজে নিঃশেষ হয়ে ঐ বন্ধুকে টাকা ধার দিল।পরে কি যেন এক কারণে ঐ বাসার সবাই ওকে ভুল বুজল।ওর প্রেমিকার হাসব্যান্ড এখন ইটালি থাকে।ওখানে ও ওর কপাল পুড়ল।একই সাথে ও আর একটি বন্ধুর বোনের সাথে প্রেম করত।পরে জানা গেল ওর আগের বিদেশ চলে যাওয়া বন্ধুর দোস্তের সাথে ঐ মেয়ের প্রেম।তবে আমার এই বন্ধু টি থেমে থাকেনি একবার না পারিলে দেখ শতবার এই কথা টি স্মরণে রেখে পরকীয়া শুরু করল।এক মহিলার হাশবাণ্ড এর কিছু মিষ্টি খিস্তি শোনার পরে বাদ দিলো।তারপর শোনা গেল গাজনি টাইপ এর মেয়ে একটার সাথে ও চেষ্টা করেছিল।আমার এই বন্ধুর বৈশিষ্ট্য ছিল যে ও বন্ধুত্তের কথা বলে পরে প্রেম করত।কিছুদিন নাকি তুলি নামক কাহার সাথে ও বন্ধুত্ত করেছিল।আমার এক পরিচিতের সাথে ও ফ্রেন্ডশিপ করেছিল।পরে ও আমাকে যা বলল,যাই হোক বন্ধু না।ওর সবচেয়ে বড় গুণ হল ও শুধু ফোন সেক্স করত,কিন্তু বাস্তবে হাত দিত না।এটা ওর বলা বাধ্য হয়ে বিশ্বাস করতে হয় কিছু ই যে করার নাই।

এখন অবশ্য ও একটা মেয়ের সাথে প্রেম করে এখন পর্যন্ত এটাকে সফল বলতে পারি,বাঁকিটা জানি না।আপনারা সবাই আমার ঐ প্রেম প্রতিভাশীল জ্ঞানি ছ্যাঁকাখোর বন্ধুর জন্য দোয়া করবেন।আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত।সামনে আমার লেখা আরও বাস্তব গল্প আশ্ছে।জানতে হলে আমাদের ব্লগের সঙ্গেই থাকুন।

No comments:

Post a Comment