Pages

Wednesday, January 25, 2012

প্রেম বয়স মানে না

একদা কিছু জুবুক এক নারীকে like করত ,কিন্তু ওই নারী ছিল বিবাহিত। তারা তাকে এত বিরক্ত করত অতঃপর একদিন ওই নারী তাদের একজনকে তারসাথে দ্যাখা করতে ডাকল । কিন্তু ওই জুবুকদের কারও মনে সাহস ছিলনা তাই তারা জাই নি।।

কিন্তু একদিন ওই নারী তাদের একজনের প্রেমে পরে গেল।কিন্তু ওই জুবুক এর বয়স ছিল ২৪ আর নারীর ছিল ৩৮, এবং ওই নারী ছিল বিবাহিতা ।জা কিনা পরকিয়ার রুপ নিল। প্রথমে কেও এই সম্পর্কে কিছু জানত না। হাথাত একদিন তারা ধরা পরে গেল। ওই নারীর  নাম সু...।। আর ওই জুবুক এর সো.........।।
পরের  ঘটনা অন্ন একদিন।

No comments:

Post a Comment