Monday, January 23, 2012
বিশ্ববিদ্যালয়ে হতাশার ৪টি বছর আমরা দুই হতভাগা
২০০৭ শাল। এইচ এস সি পাশ করলাম। খুব খুশি সবাই,পরিবার বন্ধু বান্ধব সবাই। এরপর সপনো দেখা শুরু করলাম সুন্দর একটা জীবনের,ভালো ক্যারিয়ার গঠনের। মা বাবার দোয়া নিয়া বড় আশা নিয়ে ভর্তি হলাম দেশের স্বীকৃত একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। খুব আগ্রহ নিয়ে শুরু করলাম নতুন করে।১ম সেমিস্টার এ ভালো রেজাল্ট করলাম অনেক। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন বড় বিরক্তিকর হয়ে উঠতে থাকে দিনে দিনে। যাওয়া আশা খুব কঠিন হয়ে উঠে। কারন,এভাবে ঠেলাঠেলি করে বাসে দাড়িয়ে দাড়িয়ে আশা যাওয়া করা অনেকেরি শরীর এ মানবেনা। তার উপর সেখানে নাই কোন আকর্ষণ, মানে মেয়ে নাই!!!! নাই কোন খেলাধুলা, হয়না কোন কনসার্ট!!! যথারীতি হারিয়ে গেলাম ৬ মাসেই!! আর খুঁজে পেলাম না নিজেকে। বিশ্ববিদ্যালয় গেলে নিজেকে ঘাধা মনে হয়,মাঝে মাঝে গরু,এবং মাঝে মাঝে নিজেকে হিজড়া মনে হয়!!এভাবেই শেষ হয়ে গেল ৪ টি বছর, শেষ হয়ে গেল জীবন,শেষ হয়ে গেল ভবিষ্যৎ!তাইতো আজ আধু ভাই হয়ে আছি বিশ্ববিদ্যালয়ে!ওখানে যাই আর সিগারেট টেনে চলে আসি হাহ হা হা । একটা গান আছেনা>> দিনে ঘুরবো পথে পথে রাতে খাব হাওয়া, বলুক সবাই এই ছেলেটা ভালই ছুদা খাওয়া !!! হা হা হা হা >>>>>>অপু
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment