Pages

Sunday, April 29, 2012

DropBox এ ফাইল শেয়ার করার পদ্ধতি - How to use dropbox


 আমরা বিভিন্ন সময় অন্যের (mail ,messeg, chat, comment etc) কাছে বড় ফাইল পাঠাতে চাই কিন্তু পারিনা ।
আসুন দেখে নেই কি করা যায়।



 1st -- এখান থেকে  dropbox ডাউনলোড করে নেন।
2nd -- ইন্সটল করুন ।


3rd -- I don't have a dropbox account সিলেক্ট করুন।



4th -- Name , Email ID , Password দিয়ে রেজিস্ট্রেশন করুন।



5th -- 2GB free সিলেক্ট করুন। এর বেশি স্থান টাকা দিয়ে কিনতে হবে। Next দিয়ে শেষ করুন।



6th -- My Documents এ Dropbox নামে একটি ফোল্ডার তৈরি হবে। যা শেয়ার করতে চান তা , Dropbox ফোল্ডারের ভিতরের Public ফোল্ডারে রাখুন ( copy > Past)


তা Upload হতে থাকবে । Upload হতে থাকা ফাইলের নিচে নীল এবং Upload হয়ে যাওয়া ফাইলের নীচে সবুজ টিক থাকবে।


7th -- ফাইল Upload হয়ে গেলে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে dropbox > copy public link এ চাপ দিন ।



এখন ওই লিঙ্ক টি যেকোনো স্থানে Paste করে শেয়ার করুন। (mail ,messeg, chat, comment etc)

আরও সুবিধা পৃথিবীর যেকোনো কম্পিউটারে www.dropbox.com এ ঢুকে লগ ইন করে আপনি আপনার Upload করা ফাইল পেয়ে যাবেন।

ধন্যবাদ।

No comments:

Post a Comment