Pages

Tuesday, January 31, 2012

মোবাইল এর সফটওয়্যার এর চিন্তা নাই আর।

সংগ্রহ করে রাখুন যেকোনো মোবাইলের সফটওয়ারের জন্য ১২টি পাওয়ার ফুল ওয়েবসাইট বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন। যারা মোবাইল দিয়ে আমাদের ব্লগ পড়েন তারা মন খারাপ করে আছেন নাকি ?? সবাই শুধু পিসি সম্পর্কে পোস্ট করে কিন্তু মোবাইল বলে একটা যন্ত্র আছে তা হয়তো ভুলেই গেছে :-( তাই আপনাদের বলছি, মাজে মাজে মোবাইল বাবহারকারীদের জন্য কিছু পোস্ট করবেন জাতে তাদের কিছু কাজে আছে। আপনাদের মন খারাপ করার কিছু নেই, আজ মোবাইল ব্যাবহারকারী দের জন্য পোস্ট করব। মোবাইলের সফটওয়্যার গুলো অনেক ছোট সাইজের এবং এক মোবাইলে কাজ করলেও অন্য মোবাইলে কাজ করে না তাই আম্পার মোবাইলের জন্য কোনটা ম্যাস করে তা দেখে ডাউনলোড করা ভাল। কিন্তু মোবাইলের সফটওয়্যার গুলো ডাউনলোড করার জন্য বিশেষ কিছু ওয়েবসাইট আছে তা হয়তো কম-বেশী আমরা সবাই জানি। এই রকম কিছু ওয়েবসাইটের সাথে আজ আপনাদের পরিচয় করে দিব যা থেকে আপনি আপনার মোবাইলের জন্য নির্দিষ্ট সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। ওয়েব সাইট গুলোর লিঙ্ক নিচে দেওয়া হল : Mobile9 Brothersoft Getjar Cnet Funmaza Cell11 Soft32 Mobisystems Symbian Freeware Mobile Rated Ovi Store OnlineFriendBD.com চোখ রাখুন আমার পোস্ট গুলতে খুব তাড়াতাড়ি মোবাইলের জন্য কিছু ফুল ভার্সন সফটওয়্যার দিব। সবার জন্য দোয়া করি ভাল এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ

No comments:

Post a Comment