Pages

Monday, January 23, 2012

আমাদের শেয়ারবাজার

আমাদের শেয়ার বাজারের অবস্থা এখন এতটাই করুণ যে, প্রায় প্রতিদিনই বিনিয়োগকারীদের কান্না শোনা যায় বাজারে গেলে। তবে সে কান্না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছায় না কিংবা পৌঁছালেও সে কান্নার শব্দ কি জানি হিপ হপ মিউজিকে পরিণত হয় কি না। অনেকেই একটু ভালো থাকার আশায় জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে। কিন্তু সে আশার গুড়ে বালি। মাছশিকারি যেমন টোপ ফেলে ভাবে এই বুঝি বড় মাছ উঠবে, কিন্তু বড় মাছ আর ওঠে না। নিচে টোপগুলো খেয়ে মজা লুটে রাঘববোয়ালে। আমাদের শেয়ার বাজারেরও এখন যেন একই অবস্থা! মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ খেয়ে বসে আছে মানুষরূপী বোয়ালগুলো। বসে বসে দেখা ছাড়া যেন কারও কিছুই করার নেই।

No comments:

Post a Comment